গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়িতে মার্কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য

0
132

গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিব বাড়িতে মার্কেটে ভয়াবহ একের পর এক চুরির ঘটনা ঘটছে, পুলিশ টহল বাড়ানো ও রাতে সিভিক ভলেন্টিয়ার দেওয়ার দাবি ব্যবসায়ীদের,তদন্ত শুরু করেছে পুলিশ

গঙ্গারামপুর ২৫ জুলাই দক্ষিণ দিনাজপুর।শহরের মধ্য একটি ওয়ার্ডের মাকের্টে দুটি দোকানে চুরির ঘটনা ঘটল।চুরির চেষ্টা করা হয়েছে আরো দুটি দোকানে বলে মার্কেটের দোকানদারেরা দাবি করেছেন।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে বুধবার রায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকায়।দিনের পর দিন প্রায় বেশ কয়েকটা দোকানে চুরির ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে বলে দাবি তাদের।ব্যবসায়ীরা এলাকায় পুলিশ টহল ও সিভিক ভলেন্টিয়ার দেবার দাবি জানিয়েছেন।নেশাগ্রস্থ যুবকদের জন্য এমন চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন দোকানের ব্যবসায়ীরা।পুলিশ পুরো ঘটনার তদন্ত করে ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে উক্ত এলাকায় রাত পাহাড়া দেবার কথা জানিয়েছেন।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে শিববাড়িতে একটি মার্কেট রয়েছে। সেখানেই বেশকিছু দোকানদারেরা তাদের ব্যবসা করে থাকেন। দোকানদারদের অভিযোগ দোকানদারদের অভিযোগ, বেশিদিন ধরে শুরু হয়েছে চোরের উৎপাত। মুদিখানা দোকান থেকে কাপড়ের দোকান কোন কিছুই চুরির ঘটনা বাদ যাচ্ছে না সেখানে বলে অভিযোগ।বুধবার রাতেও শিববাড়ি ওই মাকের্টের মধ্যে থাকা কাল্টু চক্রবর্তী মোবাইলের দোকানে বহু জিনিসপত্র দোকান ভেঙ্গে চুরি করে চোরের দল বলে দাবি দোকান মালিকের। পাশাপাশি একটি কাপড়ের দোকান ও আরো একটি মুদিখানার দোকানে চুরির চেষ্টা করে চোরেরদলেরা বলে অভিযোগ। দোকান মালিক কাল্টু চক্রবর্তী অভিযোগ করে বলেন, দোকানে বহু ব্যাটারি সহ যাবতীয় মোবাইলে জিনিসপত্র চুরি হয়ে গেছে। রাত পাহারায় পুলিশ টহলের ব্যবস্থা করা হোক। এলাকাবাসী তথা আরো এক দোকানদার অর্জুন কুন্ড অভিযোগ করে বলেন, শহরে নেশাগ্রস্ত যুবকদের সংখ্যা বাড়ার কারণে এমন চুরির ঘটনা ঘটছে। সিভিক ভলেন্টিয়ার দিয়ে পাহারা দেওয়ার দাবি জানায়। এমন ঘটনা চুরির খবর পেতে সেখানে ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। তারা ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা শুরু করে। শহর এলাকার মধ্যে এমন চুরির ঘটনায় শোরগোল পড়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here