প্রেমিকের হাত থেকে মেয়েকে ছাড়াতে থানার ভেতরেই হাতাহাতিতে জড়ালো বাবা ও মেয়ে

0
251

প্রেমিকের হাত থেকে মেয়েকে ছাড়াতে থানার ভেতরেই হাতাহাতিতে জড়ালো বাবা ও মেয়ে। রক্ত ঝড়লো মেয়ের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জুলাই —— প্রেমিকের হাত থেকে মেয়েকে ছাড়াতে থানার ভেতরেই হাতাহাতিতে জড়ালো বাবা ও মেয়ে। রক্ত ঝড়লো মেয়ের। ঘটনা নিয়ে বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের মেয়ের। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানাতে। জানা গেছে, প্রায় দুমাস আগে বালুরঘাটের বেলাইন সিংপাড়া এলাকার বাসিন্দা পেশায় রঙমিস্ত্রী সুব্রত সিং এর সাথে পালিয়ে বিয়ে করেন দশ মাইল এলাকার বাসিন্দা অখিল মালীর মেয়ে লাভলী মালী। বিয়ের পর থেকেই বাবা মায়ের সাথে একপ্রকার সম্পর্ক ছিন্ন ছিল লাভলির। এদিন যে কারণেই থানা এলাকাতে মেয়ের সাথে দেখা করতে আসেন তার বাবা ও মা। কেন পালিয়ে বিয়ে করেছে এই ঘটনা নিয়েই মেয়ের সাথে শুরু হয় বাবা ও মায়ের বাদানুবাদ। এরপরেই মেয়ের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাবা ও মা। ঘটনা থামাতে এসে উভয়ের মধ্যে পড়ে মার খান জামাইও। খোদ থানার ভেতরে মেয়ের সাথে বাবা মায়ের এমন মারপিট দেখে হতচকিত হয়ে পড়েন পুলিশকর্মীরাও। যদিও পরবর্তীতে মহিলা পুলিশ কর্মীদের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। রক্তাক্ত অবস্থায় বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মেয়ে।

সুব্রত সিং বলেন, বয়সে সাবালক হওয়ায় দু মাস আগে তারা পালিয়ে বিয়ে করেছেন। আজ দেখা করবার নাম করে মেয়েকে মারধর করছিল বাবা ও মা। তিনি আটকার চেষ্টা করে তাকেও মার খেতে হয়েছে। এরপরেই মেয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

বালুরঘাট থানায় আইসি শান্তি নাথ পাজা জানিয়েছেন, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here