আলিপুরদুয়ার। দাদা ও ভাই এর মধ্যে বচসা, আর বচসাকে কেন্দ্র কথে ধারালো অস্ত্র দিয়ে ভাই দাদাকে আঘাত করলো আর সেই আঘাতে মৃত্যু দাদার। পলাতক অভিযুক্ত। বীচ চা বাগানের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বাগানের মিডিল লাইনের বাসিন্দা শোভান আনসারীর (৩৫) সাথে তার ভাই জামিন আখতার (২৫)বচসা বাধে। এরপরই শোভানের ওপর ঘাস কাটার ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তার ভাই জামিন আখতার । এ ঘটনায় গুরুতর জখম শোভানকে তড়িঘড়ি লতবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।অপরদিকে এ ঘটনায় পলাতক মৃতের ভাই। পুলিশ সূত্রে খবর, শোভানের বাবা মা সকাল হতেই কাজে বেরিয়ে গিয়েছিল। সেই সময় দুই ভাইয়ে বচসা বাধে এবং ভাইয়ের হাতে খুন হয় দাদা। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।