ছমাস ধরে ফেরার আসামি! ফিল্মি কায়দায় গ্রেফতার পতিরাম থানার পুলিশের।

0
448

ছমাস ধরে ফেরার আসামি! ফিল্মি কায়দায় গ্রেফতার পতিরাম থানার পুলিশের। তুমুল হইচই বালুরঘাটের নারায়নপুরে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জুলাই—— ছয় মাস ধরে ফেরার আসামীকে ফিল্মি কায়দায় গ্রেফতার পুলিশের। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট শহরের নারায়নপুর আর্য্য সমিতি এলাকায়। গা ঢাকা দিয়ে থাকায় তার খোঁজ পেতে যথেষ্টই বেগ পেতে হচ্ছিল পুলিশকে। এদিন যাকেই হাতেনাতে পাকড়াও করেছে পতিরাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম গৌতম সরকার, বাড়ি পতিরামের বটুন এলাকায়। যার বিরুদ্ধেই নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগ রয়েছে। এদিন বালুরঘাট শহরের নারায়নপুর আর্য্য সমিতি এলাকার একটি গ্যারেজে চার চাকা গাড়ি নিয়ে আসেন ওই ব্যক্তি। সেই গাড়িটি সার্ভিসিং করানোর জন্য গ্যারেজেও দেন তিনি। সবেমাত্র যে গাড়ির কাজও শুরু করতে চলেছিল মেকানিক। ঠিক তখনই আচমকা পুলিশ হানা দেয় ওই গ্যারেজে। যা নিয়ে কিছুটা হকচকিয়ে যান গ্যারেজের মালিকসহ স্থানীয়রা। অবশেষে জানা যায় ওই ব্যক্তি মাদক মামলার আসামি। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ ছমাস ধরে পালিয়ে ছিল ওই অভিযুক্ত। এদিন যার গোপন খবর পেয়ে এলাকায় পৌছাতেই পুলিশকে দেখে পালাতে শুরু করে ওই অভিযুক্ত। যার পিছনে ছুটতে শুরু করে খোদ পুলিশ কর্মীরাও। শুধু তাই নয় দৌড়াতে গিয়ে মাটিতেও পড়ে যায় ওই অভিযুক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। যাকেই এদিন গ্রেপ্তার করে পতিরাম থানায় নিয়ে আসে পুলিশ।

গ্যারেজের মালিক সুজিত ঘোষ বলেন, ‘গাড়ির কাজ শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। আমরা সাধারণ খদ্দের ভেবেছিলাম। পরে পুলিশ জানায় সে আসামি। পুলিশের তরফে আমাদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য একটি চিঠি দেওয়া হয়েছে। ওই গাড়িসহ তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ।’

পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানিয়েছেন, ‘বটুন এলাকার মাদক মামলার আসামী ৬ মাস ধরে ফেরার ছিল। এদিন বালুঘাটের ওই গ্যারেজে আসার খবর পাই। তৎক্ষনাত তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি উঠিয়ে নিয়ে আসা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here