ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার দুই ছাত্র গোল্ড মেডেল নিয়ে আসাই খুশি হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী

0
110

হরিরামপুর: ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার দুই ছাত্র গোল্ড মেডেল নিয়ে আসাই খুশি হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মোট 37 জন ক্যারাটে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন , এদিন তারা ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড সিলভার পুরস্কার প্রাপ্ত করলেন মোট ৩৭জন ছাত্রছাত্রী। জানা গিয়েছে এই ক্যারাটে প্রশিক্ষক বেঙ্গল ওয়ারিয়র সাঁই সাঁই কাই মার্শাল আট একাডেমির তরফ থেকে এদেরকে প্রশিক্ষণ করা হয় তাঁদের ছাত্র-ছাত্রী রাই এমন ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এমন গোল্ড মেডেল পাওয়াই খুশি হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী ।

এ বিষয়ে প্রশিক্ষক সোহেল আলম জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে আমরা সোনা এবং সিলভার মেডেল নিয়ে এসেছে আমাদের ছাত্র-ছাত্রীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here