শিলিগুড়ি:-
বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগম।রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান চলবে না।পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে বুলডোজার।শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফের শহরের ৪৭টি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হটাও অভিযান।কোথাও ভেঙে ফেলা হচ্ছে বহুতল নির্মাণ,কোথাও চলছে পথে ও ফুটপাতে থাকা দোকান গুমটি উচ্ছেদ অভিযান।যানবাহন চলাচল মসৃণ করতেই এই উদ্যোগ শিলিগুড়ি পৌরনিগমের।দার্জিলিং মোড় থেকে কোর্ট মোড়,চম্পাশাড়ি থেকে প্রধাননগর,সবদিকেই চলছে উচ্ছেদ অভিযান।বুলডোজার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা।কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দখল দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।শনিবার সকালে শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকাতে চলল উচ্ছেদ অভিযান।যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়ন ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।