সরকারি টাকায় দলীয় প্রচার নিয়ে এবারে সুকান্তর গড়ে তৃণমূলের তোপের মুখে বিজেপি। জেলা কার্যালয় থেকে সাংসদ তহবিলের ট্রাই সাইকেল বিলিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ আগষ্ট —— তাজ্জব কান্ড! দলীয় কার্যালয় থেকেই বিলি হচ্ছে সাংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থের ট্রাই সাইকেল। খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খাসতালুক বালুরঘাটের এমন ঘটনা নিয়ে এবারে জোর বিতর্কে জড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতির নিজের কেন্দ্রে কিভাবে সরকারী অর্থ দিয়ে দলের এমন ঢালাও প্রচার চলছিল তা নিয়েই তৃণমূলের তোপের মুখে পড়েছে সুকান্ত। যে ঘটনাকে ঘিরে যথেষ্টই আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার সরকারী অনুদানের টাকা দিয়ে দলবাজি করছেন। যা অত্যন্ত নিকৃষ্টতর একটি ঘটনা। সাংসদের যে কর্মকান্ডকে এদিন ধিক্কারও জানিয়েছে তৃণমূল। জানা গেছে, বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিব্যাঙ্গ ব্যক্তিদের সুবিধার্থে ব্যাটারি চালিত একটি বিশেষ ট্রাই সাইকেল তুলে দেবার উদ্যোগ নেন এই কেন্দ্রের সাংসদ তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের সংসদ তহবিলের বরাদ্দকৃত অর্থেই যে উদ্যোগ গ্রহণ করেন তিনি। রবিবার বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে যেখানে প্রায় ৩০ জন দিব্যাঙ্গকে ব্যাটারি চালিত ট্রাই সাইকেল গুলি তুলে দেওয়া হয়েছে। যে অনুষ্ঠানে সাংসদকে দেখা না গেলেও, হাজির ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ জেলা বিজেপির প্রায় সমস্ত নেতৃত্বরা। সাংসদ তহবিলের বরাদ্দকৃত সরকারী অর্থে বিলি করা ব্যাটারিচালিত যে ট্রাই সাইকেল গুলি কিভাবে জেলা বিজেপি কার্যালয় থেকে তুলে দেওয়া হল এবং বিজেপি নেতৃত্বরাই বা কিভাবে তুলে দিলেন তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, সরকারি অনুদানের টাকা দিয়ে দলবাজি চালাচ্ছে এই কেন্দ্রের সাংসদ ও তার বিজেপি দল। খোদ বিজেপির রাজ্য সভাপতির নিজের খাসতালুকে এমন ঘটনা নিয়ে সরব হয়ে এদিন সাংসদকে ধিক্কার জানিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা প্রীতম রাম মন্ডলের দাবি, দল আর সরকার এই দুটোকে গুলিয়ে ফেলেছে বিজেপি। তাই সরকারি অনুদানের টাকা দিয়ে এখন দলীয় কার্যালয় থেকে ট্রাই সাইকেল বিলি করছে বিজেপি নেতৃত্বরা।
উপভোক্তা বিভাস সরকার বলেন, বিজেপির কার্যালয় থেকে তাকে একটি ট্রাই সাইকেল তুলে দেয়া হয়েছে যেটা দ্বারা তিনি অনেকটাই উপকৃত হবেন।
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, দিব্যাঙ্গদের জন্য বিশেষ ভাবনা থেকেই সাংসদের এমন উদ্যোগ। সুকান্ত মজুমদারের সাংসদ তহবিলের বরাদ্দ অর্থে এদিন প্রায় ত্রিশ জনের হাতে ব্যাটারিচালিত ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়েছে।
বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, সরকারি টাকায় দলবাজি করছে বিজেপি। সংসদের বরাদ্দকৃত সরকারী অর্থের ট্রাই সাইকেল দলীয় কার্যালয় থেকে বিলি করা হচ্ছে। নিকৃষ্টতম এই ঘটনা নিয়ে তারা ধিক্কার জানান বিজেপি ও সাংসদকে।