মন্ত্রীর হাত ধরে রেকর্ড উন্নয়ন দক্ষিণ দিনাজপুরে। একই দিনে ৩৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু করলেন বিপ্লব মিত্র

0
125

মন্ত্রীর হাত ধরে রেকর্ড উন্নয়ন দক্ষিণ দিনাজপুরে। একই দিনে ৩৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু করলেন বিপ্লব মিত্র

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ আগষ্ট ——– বিপ্লবের হাত ধরে রেকর্ড উন্নয়ন দক্ষিণ দিনাজপুরে। একই দিনে এক সঙ্গে ৩৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। বুধবার বালুরঘাট শহরের বালুছায়া অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ৩৪টি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবার উদ্বোধন হয়। যেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, কুশমন্ডির বিধায়ক রেখা রায় ও কুমারগঞ্জের বিধায়ক যথাক্রমে তোরাফ হোসেন মন্ডল। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী এদিন উদ্বোধন হওয়া ওই ৩৪টি উপস্বাস্থ্যের কেন্দ্রের মধ্যে গঙ্গারামপুর ব্লকের ৩টি, হিলি ব্লকের ১টি, কুশমন্ডি ব্লকের ৭টি, তপন ব্লকের ১২টি এবং হরিরামপুর ব্লকের ১১টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। একসঙ্গে এতগুলি উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা চালু জেলার উন্নয়নে একপ্রকার রেকর্ড বলেই মনে করছেন অনেকে। যার দ্বারা গ্রাম গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপকৃত হবে বলে দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন আমরা সমস্ত মানুষদের বাড়ির কাছে পরিষেবা পৌঁছে দিতে চাইছি। কেননা সাধারণ মানুষদের সবরকম সূযোগ সুবিধা হাতের কাছে পৌছে দিতে চাইছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন নিয়েও এদিন কিছুটা আশার কথা শোনা গেছে মন্ত্রী বিপ্লব মিত্র-র বক্তব্যে। সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন বিষয়ে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। খুব তাড়াতাড়ি মেডিক্যাল কলেজ নিয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করবে। রাজ্যের কোন জেলায় মেডিক্যাল কলেজের তালিকা থেকে বাদ যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here