ক্ষ্যাপাটে ষাঁড়ের আতঙ্কে গৃহবন্দী দক্ষিন কেশবপুর গ্রাম!

0
109

ক্ষ্যাপাটে ষাঁড়ের আতঙ্কে গৃহবন্দী দক্ষিন কেশবপুর গ্রাম! গুরুতর আহত তিন, জখম একাধিক গবাদি পশু

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ আগষ্ট ——- মত্ত ষাড়ের তাণ্ডবে আতঙ্কিত বাসিন্দারা। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে নতুন আতঙ্ক তৈরি হয়েছে সীমান্তবর্তী গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন, জখম হয়েছে একাধিক গবাদি পশুও। পতিরামের বটুন গ্রাম পঞ্চায়েতের দক্ষিন কেশবপুর গ্রামের এমন ঘটনায় রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদমোয়া, গোপালপুর, কেশবপুর ও কৈতারা গ্রামেও। জানা গেছে সীমান্তবর্তী ঐ গ্রামগুলিতে বিগত দুদিন ধরে এক মত্ত ষাড়ের তান্ডবে কার্যত আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছেন ওই গ্রামগুলির বাসিন্দারা। কেননা ওই গ্রামগুলিতেই দিন ও রাতে দাপিয়ে বেড়াচ্ছে একটি ক্ষ্যাপাটে ষাড়। রাস্তায় লোকজনকে দেখলেই তাদের রীতিমতো তাড়া করে আহত করছে সে। যে ঘটনায় ইতিমধ্যে এক মহিলা সহ তিনজন গুরুতর জখম হয়েছেন। শুধু তাই নয় ক্ষ্যাপাটে ওই ষাড়ের তান্ডবে রক্তাক্ত হয়েছে একাধিক গবাদি পশুও। আর যাকে ঘিরেই তুমুল আতঙ্ক তৈরি হয়েছে সীমান্তবর্তী ওই গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে।

শান্তি মুর্মু, মিলন মুর্মু ও অনিল হেমব্রমরা বলেন, বাড়ি থেকে বেরোলেই ওই উন্মাদ ষাড়টি মানুষকে তাড়া করে আহত করছে। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং জখম হয়েছে বেশ কিছু গবাদিপশুও । যা নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে এখন বাসিন্দাদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here