এক গৃহস্থের বাড়িতে চুরি।নগদ টাকা সোনার গহনা এবং আসবাসপএ নিয়ে চম্পট দিয়েছে বলে খবর

0
34

মালদা-এক গৃহস্থের বাড়িতে চুরি।নগদ টাকা সোনার গহনা এবং আসবাসপএ নিয়ে চম্পট দিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়।রবিবার ভোররাতে আফসার মোমিনের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।ঘটনা সম্পর্কে জানা গেছে রবিবার ভোররাতে অনান্য ঘরে ঘুমিয়ে ছিলান পরিবারের সদস্যরা।সেই সুযোগে ছাদ দিয়ে ঘরে ঢুকে শোকেস থেকে আনুমানিক এক লক্ষ টাকা, সোনার গহনা এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে পালায় দুস্কৃতিরা বলে দাবি সামিনা বিবির।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here