ফের পথ দুর্ঘটনা বাগডোগরায়।টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৯ স্কুল পড়ুয়া সহ ১২জন

0
28

শিলিগুড়ি:-

ফের পথ দুর্ঘটনা বাগডোগরায়।টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৯ স্কুল পড়ুয়া সহ ১২জন।বাগডোগরার কেস্টপুর সংলগ্ন হালালবস্তির ঘটনা।জানা গিয়েছে,জাতীয় সড়ক অবরোধ থাকায় কেস্টপুরে নেমে গ্রামীণ সড়ক দিয়ে টোটোতে করে ফাঁসিদেওয়ার বেসরকারি স্কুলে যাচ্ছিল ৯ জন পড়ুয়া।সেইসময় হালালবস্তি এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিতে ধাক্কা মারে।ঘটনায় ৯জন পড়ুয়া,টোটো চালক ও ২ জন বাইক আরোহী আহত হন। বর্তমানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পড়ুয়ারা বিজয়নগর চা বাগানের বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেটমুডি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here