একইদিনে দুই সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য! শোকের আবহ বালুরঘাটের গুঞ্জরপুর ও গঙ্গাসাগর এলাকায়
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ আগষ্ট ——– একইদিনে দুই সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে তুমুল চাঞ্চল্য বালুরঘাটে। ঘটনাকে ঘিরে শোকের আবহ সহকর্মীদের মধ্যে। মঙ্গলবার দুপুরে ঘটনা দুটি বালুরঘাট থানার গঙ্গাসাগর ও গুঞ্জরপুর এলাকার। পুলিশ জানিয়েছে বালুরঘাটের গঙ্গাসাগর এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার সমিত সরকার এদিন বাড়ি থেকে সামান্য দূরে একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়েছিল। যেখানেই হাইভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনার পরে তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। আর যা নিয়েই কান্নায় ভেঙে পড়েছে মৃত ওই সিভিকের পরিবারের লোকেরা।
মৃতর আত্মীয় সোনা ঘোষ বলেন, সিভিকের কাজের ফাঁকে ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করত সে। এদিন যে কাজেই বাড়ি থেকে সামান্য দূরে গিয়েছিল সে। যেখানেই শক খেয়ে মৃত্যু হয়েছে তার।
অন্যদিকে বাড়ির পাশের জমিতে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের। পুলিশ জানিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম রাজু লাহা (৩৫)। বাড়ি বালুরঘাটের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরপুর এলাকায়। এদিন দুপুরে বাড়ির পাশের পাটের জমিতে পাট কাঁটতে গিয়েছিল সে। যেখানে বাজ পড়েই মৃত্যু হয়েছে তার। ঘটনাকে ঘিরে শোকের আবহ তৈরি হয়েছে সমগ্র গুঞ্জরপুর এলাকা জুড়ে।