অপরাধমূলক কাজের ছক বাঞ্চাল।পুলিশের জালে পাঁচ দুস্কৃতি।আটক চারচাকা গাড়ি।
শিলিগুড়ি:-
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ দুষ্কৃতিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে আমবাড়ি গজলডোবা ফুলবাড়ী সড়কে একটি চার চাকার গাড়ি নিয়ে বেশ কয়েকজন জড়ো হয়েছে।ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছে বলে খবর আছে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে।খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।অভিযানে মিলে যায় সাফল্য।পুলিশের হাতে ধরা পড়ে ৫দুষ্কৃতী।ধৃতদের নাম পিন্টু কুমার,পবন কুমার মাহাতো,কুন্দন কুমার দাস,অভিষেক কুমার এবং সন্তোষ কুমার।ধৃতদের মধ্যে পবন কুমার ফালাকাটা এবং বাকিরা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।আটক করা হয় অসামাজিক কাজে ব্যাবহৃত একটি চারচাকা গাড়ি।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা ক্যানেল রোডে কোন ডাকাতির ছক কষছিল।ধৃত পাঁচজনকেই বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।