স্টেট বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বংশীহারী থানার জামবাগানে মৃত্যু হল এক মহিলা সহ দুজনের, হলো পথ অবরোধ, পুলিশ পরিস্থিতি সামাল দিল গঙ্গারামপুর ১৪ই আগস্ট দক্ষিণ দিনাজপুর।স্টেট বাসের সঙ্গে সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলা সহ দুইজনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জামবাগান এলাকায়।তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা করে তাদের মৃত বলে ঘোষণা করে করেন। ঘটনায় যানজোটের সৃষ্টি হয় মালদা বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকাজুড়ে।
পুলিশের সূত্রে খবর, এদিন বিকেলে বুনিয়াদপুরের দিক থেকে একটি স্টেটবাস এনএইচ ৫১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বংশীহারী পার করে জামবাগান পেট্রোল পাম্পের পাশে যেতেই উল্টে দিক থেকে একটি সিএনজি স্টেটবাসের সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্টেটবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় সিএনজিতে থাকা দুই যাত্রীর। আহতদের রশিদপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্টেটবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুইজনের। মৃত মহিলা যুবতীর নাম সুকুরমনি হেমরম বয়স (২2)। তার বাড়ি বংশীহারী থানার অন্তর্গত বড়খৈর এলাকায় বাকি আরো বয়স্ক বাসিন্দার নাম পরিচয় জানা যায়নি । বংশীহারী থানার ডিটল থেকে নালাগোলা লাইনের সুড়সুড়ি হাট থেকে সিএনজিতে উঠেছিল বংশীহারী নামার জন্য। সুকুরমনি দিদির বাড়ি থেকে বাড়িতে ফিরার পথে জামবাগানে দুর্ঘটনা ঘটে। সঙ্গে আরও এক বয়স্ক ব্যক্তি সিএনজিতে ছিলেন।সেই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা সুদীপ ভুঞ্জার ও মৃত মহিলার এক আত্মীয় শ্যামলাল মার্ডি জানিয়েছেন ,বুনিয়াদপুরের দিক থেকে একটি স্টেট বাস আসছিল আর দিক থেকে একটি সিএনজি আসার পথে জামবাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় মৃত্যু হয় দুইজনের। বংশীহারী থানার পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত করে দেখে যানজটমুক্ত করে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর স্টেট বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বংশীহারী থানার জামবাগানে মৃত্যু হল এক...