জলপাইগুড়ি :- একদিকে প্রখর দাবদাহ চলছে, তারই মধ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবা। এই নিয়ে ক্ষোভ। ঘটনায় ছড়ালো উত্তেজনা। পথ অবরোধ, বিদ্যুৎ দফতরের কর্মীদের নিগ্রহের অভিযোগও উঠল ক্ষুদ্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লীর ঘটনা। অভিযোগ ওই এলাকার ট্রান্সফর্মারটি অনেক পুরোনো এবং বেহাল অবস্থা সেটির। যার ফলে লোডশেডিং প্রায় নিত্যদিনের ঘটনা। শুক্রবার দিনভর প্রখর দাবদাহ চলেছে জলপাইগুড়িতে। তার মধ্যে ঘনঘন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ চরমে ওঠে এদিন। রাত ৯টা নাগাদ বিবেকানন্দপল্লি সংলগ্ন ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। জাতীয় সড়ক অবরোধের ফলে তৈরী হয় ব্যাপক যানযট। খবর পেয়ে কোতোয়ালি থানা এবং সদর ট্রাফিক থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আসে বিদ্যুৎ বণ্টন দফতরের কর্মীরাও। সেই সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ তাদের নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও স্থানীয় বাসিন্দারা নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছেন। বিদ্যুৎ বণ্টন দফতরের কর্মীরা রাতভর কাজ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করেন।
ভিস বাইট👇
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর একদিকে প্রখর দাবদাহ চলছে, তারই মধ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবা। এই নিয়ে ক্ষোভ।...