হরিরামপুর: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব লুহু চর গ্রামে । ঘটনায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম যোগেন হেমরম বয়স (৪৫ বছর) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব লুহু চর গ্রামে । পরিবার সূত্রের খবর, গত তিন দিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিল বহু খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি এরপরে শনিবার সকালে এলাকারই এক ব্যক্তি বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পাই যার পরেই খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে পরিবারের লোকজনেরা এসে মৃতদেহ সনাক্ত করার পর খবর দেওয়া হয় হরিরামপুর থানায় হরিরামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে বালুরঘাটে ময়নাতনদের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ ।
এ বিষয়ে মৃতের আত্মীয় ছোট হেমরম জানিয়েছেন, গত তিনদিন ধরে নিখোঁজ ছিল আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি আজকে বাড়ি থেকে সামান্য কিছুটা দূরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে পুলিশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠালো