শিলিগুড়ি:-
শিলিগুড়ি শহরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার রায় প্রদান করল শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালত।
২০১৬ সালের অপর একটি ঘটনায় পক্স আইনে ভক্তিনগর থানার রবীন্দ্র মন্ডল নামে এক অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে জলপাইগুড়ি জেলা সার্কিট বেঞ্চ।
২০১৭ সালের শিলিগুড়ি থানার হিলকার্ট রোডে একটি সোনার দোকানে লুট ও গুলি চালানোর ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তিন অভিযুক্ত কে গ্রেফতার করার কয়েক মাসের মধ্যেই শিলিগুড়ি আদালতে চার্জশিট পেশ করে মেট্রোপলিটন পুলিশ ঘটনায় মনিপুরের গ্যাং এর তিন অভিযুক্তকে ঘটনায় তিনি অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত।
২০২৩ সালের জুন মাসে একটি খুনের ঘটনায় ৪৯ দিনের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করে ভক্তিনগর থানার পুলিস।গত ২৮ আগষ্ট সেই মামলার রায় ঘোষনা করে জলগুড়ি সার্কিট বেঞ্চ সেই মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আদালতের এই রায় গুলো জানান।
তিনি বলেন শিলিগুড়ি শহরের যানজট কমাতে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। নম্বর বিহীন টোটো যেমন মূল রাস্তায় আসাতে না পারে তারজন্য অভিযান যেমন চলছে তেমনি অযথা টোটো যত্রতত্র যাতে দাড়াতে না পারে তারজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।।