হরিরামপুর: কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে শনিবার বিকেল ৩টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বের করা হলো একটি বিরাট প্রতিবাদ মিছিল পাশাপাশি মিছিল শেষে করা হলো অবস্থান বিক্ষোভ কর্মসূচি , এদিন প্রথমে হরিরামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে গোটা হরিরামপুর শহর পরিক্রমা করে মিছিল শেষে বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন তৃণমূল কংগ্রেস কমিটির নেতা ও কর্মী সমর্থকেরা এদিনের এই প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের রক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র , হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ফিরোজ আলম, সহ আরো অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
এ বিষয়ে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আরজিকর ঘটনার প্রতিবাদে আজকে আমরা আমাদের হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো।