বিজেপির জেলাশাসক অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটলো।

0
114

কোচবিহার: বিজেপির জেলাশাসক অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটলো। বিক্ষোভে শামিল বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জল কামান ব্যবহারের পাশাপাশি লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। পাল্টা পুলিশকে ঢিল ছোড়ে বিজেপি কর্মীরা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে আটক করতে গেলে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ আধিকারিক ও কর্মচারীদের প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি বেধে যায়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নয় সাগরদিঘী চত্বর। পুলিশ এবং বিজেপির কর্মী সমর্থক বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। যদিও গ্রেপ্তার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এখনো কিছু জানায়নি জেলা পুলিশ আধিকারিক। বিজেপির একটি সূত্র বলছে, ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আহত রয়েছেন ৫০ জনের বেশি বিজেপি কর্মী সমর্থক।জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে নিশীথ তার গাড়িতে উঠতে গেলে বাধা দেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। তখনই কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এরপরে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে পুলিশ আধিকারিক ও কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। জেলা পুলিশ সুপারের অফিসের গেট খুলে ঢুকিয়ে দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। এরই মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। পুলিশ পাঁচটিরও বেশি টিয়ার গ্যাসের সেল ফাটায়। তার বেশ কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here