ধর্ষনের ঘটনা অব্যাহত দক্ষিণ দিনাজপুরে! তপনে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক, তদন্তে পুলিশ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ সেপ্টেম্বর ——— এবারে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকা কে ধর্ষণের অভিযোগ দক্ষিণ দিনাজপুরে। বুধবার এই ঘটনাকে ঘিরে তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় তপনের চকবলিরামে। ঘটনার পরেই নাবালিকার দাদুর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তপন থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম নিমাই সোরেন (২৫)। বাড়ি তপন ব্লকের তিলনের অর্জুনপুর এলাকায়। পরিবারের লোকেদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকা মেয়েটি বাড়ি থেকে কিছুটা দূরে একটি মুদির দোকানে যাচ্ছিল জিনিস কিনতে। সেই সময় পিছন থেকে ঐ নাবালিকার মেয়েটির মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। যেখানেই তার ইচ্ছার বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক বলেও অভিযোগ। যে ঘটনাটি গ্রামের এক ব্যক্তির নজরে আসতেই ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। এরপর ওই নাবালিকার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে পরিবারের লোকেরা তপন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার পরেই এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এদিন যাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠায় তপন থানার পুলিশ।
নাবালিকার দাদু তথা অভিযোগকারী জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই রাতের অন্ধকারে নাতনিকে ধর্ষণ করেছে প্রতিবেশী ওই অভিযুক্ত যুবক। যার বাড়িতে তার স্ত্রী ও সন্তান রয়েছে। ঘটনার পরেই থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চান অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি।
তপন থানার আইসি জে ভি লেপচা বলেন, অভিযোগ পাওয়ার পরেই ওই যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।