গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া গহনা উদ্ধার, গ্রেফতার বাড়ির পরিচারিকা ও তার স্বামী। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা

0
159

জলপাইগুড়ি:– গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া গহনা উদ্ধার, গ্রেফতার বাড়ির পরিচারিকা ও তার স্বামী। জলপাইগুড়ির ময়নাগুড়ির ঘটনা।
অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনার কিনারা করল ময়নাগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, ময়নাগুড়ির বাসিন্দা পরিতোষ দাস শনিবার ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির অভিযোগ ছিলো, তার বাড়ির আলমারি থেকে সোনা ও রুপোর গয়না চুরি হয়েছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তদন্তের কিছু সূত্র ধরে ওই বাড়ির পরিচারিকার ওপর সন্দেহ হয় পুলিশের। রুপালি দাস সরকার নামে ওই পরিচারিকা ও তার স্বামী কৃষ্ণ দাসকে গ্রেফতার করে হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করতেই চুরির ঘটনা স্বীকার করে তারা৷ পরিচারিকার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া ৮৫গ্রাম সোনার গহনা এবং ৪০গ্রাম রুপোর গহনা। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত পরিচারিকা গত এক বছর ধরে ওই বাড়িতে কাজ করত। কিছুদিন ধরে অল্প অল্প করে ওই বাড়ির আলমারি থেকে গহনা সরাতে থাকে সে। এর মধ্যেই বাড়ির মালিকের নজরে আসে গহনা উধাও হওয়ার বিষয়টি। থানায় অভিযোগ জানানোর ২৪ঘন্টার মধ্যেই কিনারা হয় ঘটনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here