আলিপুরদুয়ার: শনি পুজোর সিন্নি প্রসাদ খেয়ে অসুস্থ বহু জন। ঘটনাটি আলিপুরদুয়ার দুই ব্লকে সলসলাবাড়ি তাঁতি পাড়া এলাকায়। শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা একত্রিত হয়ে শনি পুজো আয়োজন করে এবং সেখানে শিন্নি প্রসাদ দেওয়া হয় ভক্তদের এবং রাত নয়টা পর থেকেই যারা যারা প্রসাদ খেয়েছে তাদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করে প্রত্যেকের পেট ব্যাথা, বমি হতে শুরু করে এলাকার বাসিন্দারা অসুস্থদের যোশোডাঙ্গা গ্ৰামীণ হাসপাতালে ও আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। গতকাল রাতে বাসিন্দারা জানান প্রায় কুড়ি জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে চার জন শিশু রয়েছে।
আজ সকালে অসুস্থের মধ্যে কয়েকজন সুস্থ হয়েছে তাদের হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে বর্তমানে বারো জন চিকৎসাধীন আছে