জেলা পুলিশ ও গঙ্গারামপুর থানা পুলিশের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ,রক্তদান করলেন অনেকেই
গঙ্গারামপুর,২০ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর : জেলা পুলিশের উদ্যেগে এবং দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ব্যবস্থায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শুক্রবার সকালে গঙ্গারামপুর থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীন ) ইন্দ্রজিৎ সরকার ও গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক,গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের সুপার বাবুসোনা সাহা,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,বড়বাবু পল্লব ঝা,টাউন অফিসার সমীর কর্মকার সহ আরো অনেকেই। এদিন প্রায় ৭০ জন পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার স্বেচ্ছায় রক্তদান দান করেন। এমন কর্মসূচি প্রতিবছর থানা পুলিশ প্রশাসন করে যায়।
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র পুলিশের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীন)ইন্দ্রজিৎ সরকার বলেন,শীতের সময় রক্তের একটা ব্যাপক ঘাটতি পড়ে।এছাড়াও শীতকাল পথ দুর্ঘটার সংখ্যা বেড়ে যায়। এতে একজন মুমুর্শ রোগীর ক্ষেত্ররে রক্তের প্রয়োজন জরুরী হয়। সেই ঘাটতি মেটাতে জেলা পুলিশ সুপারের উদ্যগে গঙ্গারামপুর থানায় রক্তদান শিবির করা হল। যাতে রক্তের ঘাটতি কিছুটা হলেও কমে। গঙ্গারামপুর থানা পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।