একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার কাজের সূচনা করা হল

0
34

একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় তিন কিলোমিটার ঢালাই রাস্তার কাজের সূচনা করা হল। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে।
তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রাম থেকে মাধববাটি গ্রামের রাস্তার দুরত্ব প্রায় তিন কিলোমিটার। কাচা রাস্তার কারণে সামান্য বৃষ্টিতে কাদায় পরিনত হয়। বন্যার সময় চলাচল করতে চরম সমস্যার সম্মুখীন হন গ্রামবাসীরা। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে খাঁটিয়া করে নিয়ে যেতে হয় পাকা সড়ক পর্যন্ত। এলাকার ছাত্র ছাত্রীরা যাতাযাত বিপাকে পড়ে। পাকা রাস্তার দাবিতে গ্রামের মানুষজন বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েছিলেন। শেষে এদিন আনুষ্ঠানিক ভাবে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রায় ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দে রাস্তাটি পাকা হবে। পাকা রাস্তার কাজের সূচনা হওয়ায় গ্রামের মানুষজনের মধ্যে খুশির হওয়া ছড়ায়।
রবিবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,লিপিকা রায়,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ, থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা,সমাজসেবী সমীর রাহা,সুব্রতরঞ্জন ধর,অজয় বর্মন ওরফে সুনু,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায় সহ আরো অনেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here