অমিত শাহের অপমানের প্রতিবাদে তপনে মিছিল

0
11

ডা: বি আর আম্বেদকরকে অমিত শাহের অপমানের প্রতিবাদে তপনে মিছিল করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস, উপস্থিত থাকলেন রাজ্যের মন্ত্রী সভাধিপতিসহ বিশিষ্টজনেরা। তপন,২৩ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর: ডা: বি আর আম্বেদকরকে অপমানের প্রতিবাদে তপনে মিছিল করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের সাকইর মোড় থেকে মিছিলটি বের করা হয়। এরপর মিছিলটি সাকইর বাজার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এদিনের মিছিলে পা মেলান ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের সদস্য সদস্য আমজাদ মন্ডল,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (তপন বিধানসভা ) সুব্রতরঞ্জন ধর, তপন ব্লক আইএনটিটিইউসির সভাপতি কমল টিগ্গা,দ্বীপখন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সেলিম মন্ডল আরো অনেকেই। রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ডক্টর বি আর আম্বেদকরের অপমান আমরা কখনো মেনে নিব না। গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে আন্দোলন করা হবে। তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি(তপন বিধানসভা ) সুব্রতরঞ্জন ধর বলেন, আন্দোলন আরো তীব্র করা হবে। দ্বীপখন্ডা অঞ্চল তৃনমূলের চেয়ারম্যান সেলিম মন্ডল বলেন, আম্বেদকরের অপমান কখনো মেনে নিব না। তার জন্যই এমন আন্দোলনে নামা হয়েছে। এদিনের মিছিলে ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here