সাকইর থেকে কাওয়াকুড়ি ,গঙ্গারামপুরে জয়পুর ও হরিরামপুরে তিনটি রাস্তার কাছে সূচনা করলেন মন্ত্রী বিপ্লব , মন্ত্রীকে অভিনন্দন জানালেন হাজার হাজার মানুষজন।
তপন ২৩ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের সাকইর থেকে কাওয়াকুড়ি গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হল।সোমবার অনুষ্ঠানের আয়োজন করা হয় সাকইর মোড় এলাকায়। এছাড়া মন্ত্রীর হাত ধরে গঙ্গারামপুরে বেলবাড়ি ও হরিরামপুরের তিনটি রাস্তার প্রায় ৪কোটি টাকার উপরে খরচ করে রাস্তা গুলির কাজের সূচনা করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের সাকইর মোড় থেকে গোফানগর গ্রাম পঞ্চায়েতের কাওয়াকুড়ি পর্যন্ত রাস্তাটির দুরত্ব প্রায় দুই কিলোমিটার। এতদিন রাস্তাটি পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তা জুড়ে জল কাদায় পরিনত হয়। রাস্তাটি পাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন গ্রামবাসীরা। এদিন পাকা রাস্তা তৈরির কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার বাসিন্দা। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,সমাজসেবী সুব্রত ধর,সেলিম মন্ডল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।প্রায় ১কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি পাকা হবে।এতে খুশি এলাকার বাসিন্দারা। এদিন দুপুরে গঙ্গারামপুর ব্লকের দুইয়ের এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোটি টাকার উপরে একটি রাস্তার কাজের সূচনা ও হরিরামপুর ব্লকের একটি কাজের সূচনা করেন মন্ত্রী হাত ধরে। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন , রাস্তায় আমাদের রাস্তা দেখাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ তপন, গঙ্গারামপুর ,হরিরামপুরের তিন কোটি টাকার উপরে তিনটি রাস্তার সূচনা করা হলো।এরপরে কোথায় আর কাঁচা রাস্তা থাকবে না এই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তপন ব্লকের সমাজসেবী সুব্রত ধর জানিয়েছেন,মানুষজনের পাশে থেকে কাজ করায় আমাদের মূল লক্ষ্য।রাস্তার কাজে সূচনা হলো মানুষের অনেক সমস্যায় সমাধান হবে। এলাকার এক সমাজসেবী সেলিম মন্ডল জানিয়েছেন ,এই রাস্তাটি দ্রুততার সঙ্গে কাজ শেষ হলে এলাকার মানুষজনদের অসুবিধায় দূর হবে। এদিন আরো একবার প্রমাণ হলো উন্নয়নের কাছে সে বিপ্লব মিত্রই সেই বিপ্লবের উপরে রয়েছে মানুষের আস্থা-ভরসা।