কীটনাশকে ধ্বংস ফসল, সবজি বাগান পুড়ে ছাই!

0
71

কীটনাশকে ধ্বংস ফসল, সবজি বাগান পুড়ে ছাই! হিলিতে দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ কৃষকদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ ডিসেম্বর ——কীটনাশকে ধ্বংস সবজি বাগান, মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকের। হিলি ব্লকের পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের খারুন গ্রামে কীটনাশক প্রয়োগ করতেই দেড় বিঘা জমির সবজি ফসল পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দুপুরে এই ঘটনার জেরে ত্রিমোহনীতে অবস্থিত একটি কীটনাশকের দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক প্রবীর সরকারের অভিযোগ, কয়েকদিন আগে ওই দোকান থেকে বেগুন, সীম ও বাঁধাকপির জন্য কীটনাশক কেনেন তিনি। সেই কীটনাশক জমিতে স্প্রে করতেই একে একে সমস্ত গাছ পুড়ে যায়। প্রবীরবাবুর দাবি, বিষয়টি দোকানদারকে জানালে তিনি তেমন গুরুত্ব দেননি, বরং মৃত গাছে অন্য কীটনাশক প্রয়োগ করে “জীবিত” করার পরামর্শ দেন। প্রবীরবাবুর কথায়, “আমাদের এত বড় ক্ষতি হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওই দোকানদারের।”

এদিন দুপুরে বিক্ষুব্ধ কৃষকেরা যে ঘটনার প্রতিবাদে অভিযুক্ত দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে দেন। তাদের দাবি, এই ঘটনার সঠিক তদন্ত না হলে এবং ন্যায্য ক্ষতিপূরণ না দিলে তারা আরও বড় আন্দোলনে নামবেন। যে খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় হিলি থানার পুলিশ। তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েই গেছে। এদিকে অভিযুক্ত দোকানদার এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

গ্রামের অন্যান্য কৃষকেরাও কীটনাশকের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, “সস্তার লোভ দেখিয়ে নিম্নমানের কীটনাশক বিক্রি করে কৃষকদের সর্বনাশ করছে কিছু অসাধু ব্যবসায়ী। প্রশাসনকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

ঘটনার জেরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষক প্রবীর সরকার এবং অন্যরা ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here