কুনোরের টেরাকোটা শিল্পী দুলাল রায় হাতির সুর ও জাতীয় পাখি ময়ূর দিয়ে প্রদীপ বানিয়ে নুতন বছরে বাজিমাত করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কনোরের হাট পাড়ার টেরাকোটা শিল্পী দুলাল রায় হাতির সুর এবং জাতীয় পাখি ময়ূর দিয়ে একটি পঞ্চ প্রদীপ তৈরি করছে যা অসাধারণ এবং নতুন বছরে এই পঞ্চপ্রদীপ বানিয়ে বাজিমাত করবে বলেই অনেকে মনে করছেন।শনিবার দুলাল রায় তার বাড়িতে বসে এক সাক্ষাৎকারে বলেন এই প্রদীপটি বানানোর তার নিজের মাথা থেকেই পরিকল্পনা এসেছিল বানানোর জন্য। এর আগে নানা আদলের প্রদীপ বানালেও এ ধরনের প্রদীপ এই প্রথম। এই প্রদীপ বানাতে কতদিন সময় লেগেছে তার উত্তরে দুলাল রায় বলেন এটা এখনো কমপ্লিট হয়নি তবে ১৫ দিন সময় অতিবাহিত হয়েছে আরো কয়েকদিন হয়তো লাগবে। দুলাল বাবুএক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই প্রদীপটির দাম পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে। তবে অনেকেই এরকম ধরনের প্রদীপ বানানোর জন্য তাকে অনুরোধ করেন। সেই অনুরোধের বশবর্তী হয়ে এবার এই ধরনের একটি বড় কাজ তিনি হাতে নিয়েছেন এবং প্রায় সেটির শেষের দিকে। আশা করছি নুতন বছরের প্রথম দিকেই এই প্রদীপ কারো না কারো চোখে লেগে যাবেই।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকের কোনরের হাটপাড়ার শিল্পী দুলাল সরকার জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। যা ইচ্ছে ছিল কুনরে একটি টেরাকোটের শিল্পের উপর প্রশিক্ষণ
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর টেরাকোটা শিল্পী দুলাল রায় হাতির সুর ও জাতীয় পাখি ময়ূর দিয়ে প্রদীপ...