মুখ্যমন্ত্রীর ৬৯ তম জন্মদিন পালন করা হলো ৬৯ কেজির কেক কেটে

0
25

গঙ্গারামপুরের গছিহারে মুখ্যমন্ত্রীর ৬৯ তম জন্মদিন পালন করা হলো ৬৯ কেজির কেক কেটে, বস্ত্রদান করে।অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মন্ত্রী, সভাধিপতিসহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্বরা

গঙ্গারামপুর ৫ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯তম জন্মদিন উপলক্ষে ৬৯কিলো ওজনের কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে গঙ্গারামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস কমিটি।রবিবার দুপুর ২টা নাগাদ গঙ্গারামপুরের গচিহারে পালন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে কেক কাটিয়ে আনন্দ সহকারে জেলা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রথমে স্বেচ্ছায় রক্তদান শিবির ও গরীব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। যারপরেই রাজ্যের মন্ত্রী ৬৯কিলো ওজনের কেক কেটে সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটি পালন করা হয়।
যেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,গঙ্গারামপুর ও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, অশোক মিত্র, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস,গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন সেন,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার, তৃণমূল নেতা অমল সরকার , আনন্দ দাস, আবু হায়দার আলী,ধীমান সরকার,সুমন রায় মহিলা নেত্রী লিপিকা রায়,বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র জানিয়েছেন, “নেত্রীর জন্মদিনটি যেটা সর্বস্তরের নেতৃত্ব দিয়ে পালন করা হলো।৬৯তম জন্ম দিবসে ৬৯কেজির কেক কাটা হয়েছে।করা হয়েছে বস্ত্রদান। এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস কমিটির কর্মীদের ভিড় হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here