খুঁটি পুজোর মধ্য দিয়ে পৌর উৎসবের প্যান্ডেলের কাজের সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা।সোমবার দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা গঙ্গারামপুরের ফুটবল ক্লাবের মাঠে করা হয় খুঁটি পুজোটি।পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের হাত দিয়ে এদিন খুঁটি পুজো করানো হয়।এদিন সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ছাড়াও,গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,পৌরসভার বড় বাবু ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।