তপনে ভয়াবহ দাম্পত্য ট্রাজেডি! স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মঘাতী স্বামী, শোকের ছায়া গনাহার গ্রামে

0
192

তপনে ভয়াবহ দাম্পত্য ট্রাজেডি! স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মঘাতী স্বামী, শোকের ছায়া গনাহার গ্রামে

বালুরঘাট, ৮ জানুয়ারী —– দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের গনাহার আদিবাসী পাড়ায় বুধবার এক হৃদয়বিদারক এবং রহস্যময় ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক আদিবাসী দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য অশান্তির কারণে স্বামী প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন, তারপর আত্মহত্যার পথ বেছে নেন।

ঘটনাটি ঘটেছে তপনের গনাহারের ছোট একটি টিনের ঘরে, যেখানে দীর্ঘদিন ধরে বসবাস করতেন মৃত দম্পতি—বীণামনি বাস্কে (৫০) এবং থোকা টুডু (৫৫)। প্রতিবেশীরা জানান, দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও তাদের সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙে দেখা যায়, বীণামনি বাস্কের মুখে কম্বল চাপানো এবং তার স্বামী থোকা টুডু দড়িতে ঝুলে আছেন।

স্থানীয়দের মতে, দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই অশান্তি চলছিল। মৃত দম্পতির একমাত্র আয়ের উৎস ছিল অন্যের জমিতে দিনমজুরি করা। তাদের দুই মেয়ে-বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার পর তারা একা ছিলেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাদের মধ্যে ঘরোয়া সমস্যা এবং মতপার্থক্য ছিল, যা এই মর্মান্তিক ঘটনার কারণ হয়ে থাকতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন, ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা ও হত্যার সংমিশ্রণ বলে মনে হচ্ছে। আমরা পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করছি।”

এই ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা হতবাক, এবং প্রশ্ন তুলছেন, কী কারণে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ওই দম্পতি। পুরো এলাকা শোকাহত, এবং কেউই কিছু বুঝে উঠতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here