বালুরঘাট পুরসভায় চেক জালিয়াতি কান্ড! অর্থ ফেরালো ব্যাঙ্ক, পুলিশি তৎপরতায় ফাঁস চক্রের গোপন জাল

0
20

বালুরঘাট পুরসভায় চেক জালিয়াতি কান্ড! অর্থ ফেরালো ব্যাঙ্ক, পুলিশি তৎপরতায় ফাঁস চক্রের গোপন জাল

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জানুয়ারী ——– বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ লক্ষ টাকা গায়েব হওয়ার ৫৪ দিনের মাথায় পুরো টাকা ফেরত দিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “এটা পুরসভার প্রতি মানুষের আস্থা পুনঃস্থাপিত করবে।”

গত ১৪ নভেম্বর, পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি জাল চেকের মাধ্যমে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা তোলা হয়। অথচ আসল চেকগুলি তখনও পুরসভার দপ্তরে অক্ষত ছিল। শহরের বিভিন্ন ভবন সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ ছিল। বিপুল এই অর্থ লোপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গেই এনিয়ে বালুরঘাট থানায় ও ব্যাঙ্কে অভিযোগ দায়ের করে পুরসভা।

যে তদন্তে নেমে প্রথমে মুচিপাড়া থানা মহম্মদ ইশাক ও ওয়াসিম আক্রম নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরে উত্তর ২৪ পরগনা থেকে ফজলুর রহমান নামে আরেক অভিযুক্তকে ধরে বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের জেরা করে উঠে আসে জালিয়াতির পুরো পরিকল্পনা। পুলিশের তৎপরতায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ দ্রুত দায় স্বীকার করে এবং পুরো অর্থ ফেরত দেয়।

সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “পুরসভার চেক এবং নথি সুরক্ষিত ছিল। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্তে বেরোবে। বিষয়টি এখনও পুলিশের অধীনে।” যদিও পুরসভার ভেতরে কারও যোগসাজশ ছিল কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

তবে অর্থ ফেরত এলেও পুরো ঘটনায় শহরবাসীর মনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্ক এবং প্রশাসনের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন। চেয়ারম্যান দাবি করেন, “পুরসভা স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

পুরসভার উন্নয়ন তহবিল ফেরত আসায় স্বস্তি ফিরে এসেছে প্রশাসনিক মহলে। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল সামনে না আসা পর্যন্ত বালুরঘাটের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে। আস্থা ফিরলেও সতর্কতার বার্তা প্রশাসনের—এই চুরির কাণ্ড প্রশাসনিক দায়িত্বে বড় ধরনের শূন্যতা দেখিয়েছে বলে মনে করছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here