মহিলাদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত, দক্ষিণ দিনাজপুরে মন্ত্রীর হাত ধরে উদ্বোধন সবলা মেলার

0
21

মহিলাদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত, দক্ষিণ দিনাজপুরে মন্ত্রীর হাত ধরে উদ্বোধন সবলা মেলার

বালুরঘাট, ৮ জানুয়ারী —— দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুল মাঠে উদ্বোধন হল “সবলা মেলা”, যা মহিলাদের স্বনির্ভরতা এবং আর্থিক স্বাধীনতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নজর কেড়েছে। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাতদিনব্যাপী এই মেলায় জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন, যা তাদের দক্ষতা ও উদ্যোগের প্রতীক।

যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ মহিলাদেরকে আর্থিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভর হতে উৎসাহিত করছে, যা সমাজে নতুন শক্তি যোগ করবে।”

প্রথম দিনেই মেলায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল বিপুল, যা প্রদর্শন করছে এই উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ। প্রশাসনিক কর্মকর্তারা মেলার পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং আশা প্রকাশ করেছেন যে এই ধরনের উদ্যোগ আরো বেশি মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here