“অলচিকি ভাষার শতবর্ষে সাঁওতালি শিক্ষার দাবিতে উত্তেজনা বালুরঘাটে, রাস্তায় নেমে লড়াই আদিবাসীদের”

0
40

“অলচিকি ভাষার শতবর্ষে সাঁওতালি শিক্ষার দাবিতে উত্তেজনা বালুরঘাটে, রাস্তায় নেমে লড়াই আদিবাসীদের”

বালুরঘাট, ১৬ জানুয়ারী ——- অলচিকি ভাষার শতবর্ষে সাঁওতালি শিক্ষার দাবিতে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চত্বর যেন পরিণত হল প্রতিবাদের মঞ্চে। আদিবাসী সেঙ্গেল অভিযানের উদ্যোগে কয়েকশো মানুষ রাস্তায় নেমে দাবি তুললেন— সাঁওতালি ভাষার মাধ্যমিক শিক্ষায় উপেক্ষা আর চলবে না।

“ভাষার অধিকার, শিক্ষার অধিকার—এটা আমাদের অস্তিত্বের লড়াই,” বললেন সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি। তাঁর অভিযোগ, সাঁওতালি মিডিয়াম স্কুলগুলিতে শিক্ষক ও পরিকাঠামোর অভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাঁওতালি ভাষায় শিক্ষার প্রসারে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে। আন্দোলনকারীদের দাবি, স্কুলগুলিতে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পাঠ্যসূচি অনুযায়ী সাঁওতালি ভাষার বই বিতরণ এবং শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশের নজরদারির মধ্যেই কয়েকশো মানুষ এদিন তাদের দাবি আদায়ে স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা। পরবর্তীতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের হাতে ডেপুটেশনও জমা দেন আন্দোলনকারীরা।

বিশেষজ্ঞদের মতে, অলচিকি ভাষার শতবর্ষ উদযাপনের প্রেক্ষাপটে আদিবাসীদের এই আন্দোলন শুধুই শিক্ষার দাবি নয়, এটি তাদের ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য এক অঙ্গীকার। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র হবে। এখন দেখার, প্রশাসন এই দাবিগুলি মেনে আদিবাসী শিক্ষার উন্নয়নে কী পদক্ষেপ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here