বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন জীবন, কৃত্রিম হাত-পা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন শতাধিক মানুষ
বালুরঘাট, ১৬ জানুয়ারী —– দক্ষিণ দিনাজপুরে বিশেষভাবে সক্ষমদের জন্য এক ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে বৃহস্পতিবার কৃত্রিম হাত-পা বিতরণ করা হলো। জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরের একটি সংস্থার সহযোগিতায় বালুরঘাটের কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শতাধিক দিব্যাঙ্গ নতুন আশায় শুরু করলেন জীবন।
১৯৯৭ সালে এক দুর্ঘটনায় ডান পা হারান পরানপুরের বাসিন্দা আনন্দ মহন্ত। বারবার চিকিৎসকদের কাছে গিয়ে পা ফিরে পাওয়ার আশায় ছুটে গিয়েছিলেন, কিন্তু হতাশ হয়ে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হয়েছিল। আজ, অনেক বছর পর, প্রথমবারের মতো তিনি কৃত্রিম পা পেয়ে আনন্দে উদ্বেল। সিলিকনজাতি বিশেষ প্রযুক্তি দিয়ে তৈরি এই প্রস্থেটিক পা তাকে দেবে নতুন জীবনের দিশা। আনন্দ জানান, “এখন হাঁটতে পারব, আবার আগের মতো চলাফেরা করতে পারব, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
এই দিন কেবল আনন্দ একা নন, বালুরঘাট ব্লকের আরও অনেক দিব্যাঙ্গ নতুন কৃত্রিম হাত-পা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। সিলিকন প্রযুক্তি দ্বারা তৈরি প্রস্থেটিক্সের জন্য মাপ নেওয়ার পর কিছু সময়ের মধ্যেই তাদের নতুন যন্ত্রাংশ প্রস্তুত করা হয়। এই কর্মসূচিতে শুধু হাত-পা নয়, ওয়াকার, হুইলচেয়ার, ট্রাই সাইকেল ও হেয়ারিং এইডও বিতরণ করা হয়েছে।
জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “এটি একটি বিশাল উদ্যোগ, যার মাধ্যমে প্রায় ২০০০ মানুষ উপকৃত হবেন। জেলার বিভিন্ন ব্লকে এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আশা করি, বিশেষভাবে সক্ষমদের জন্য এই উদ্যোগ তাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনবে।”
এদিনের অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তা।
এই সেবা আগামী দিনগুলিতেও জেলার অন্যান্য ব্লক তপন, গঙ্গারামপুর এবং কুশমন্ডি ব্লকেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে ।