হিলি সীমান্তে পুলিশের হানা, উদ্ধার ২০০ বোতল কাফ সিরাপ ও মোটরবাইক
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ জানুয়ারী —– সীমান্তঘেঁষা ধলপাড়া এলাকায় ভোররাতে পুলিশের চমকপ্রদ অভিযানে ফাঁস হলো বড়সড় মাদক পাচারচক্র। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার আইসি-র নেতৃত্বে চালানো হয় অভিযান। উদ্ধার হয় প্রায় ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও একটি মোটরবাইক। পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের আড়ালে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মোটরবাইকে করে এই কাফ সিরাপ সীমান্তের এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীদের একটি চক্র দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে আসছিল বলেও জানিয়েছে পুলিশ। ধলপাড়ার উন্মুক্ত সীমান্ত বরাবর নজরদারি বাড়ানোর দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে।
ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতার সঙ্গে অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া মাদক সীমান্ত পেরিয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। অভিযুক্তদের চিহ্নিত করতে তল্লাশি চলছে।’’
সম্প্রতি সীমান্ত এলাকায় বেড়েছে মাদক পাচারের চেষ্টা। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও পাচারকারীরা নতুন নতুন পন্থায় কাজ চালাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশের সাফল্যে স্বস্তি মিললেও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠেছে।