জেলায় ৩ তম আয়ুষ মেলা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে

0
34

জেলায় ৩ তম আয়ুষ মেলা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে, উপস্থিত থাকলেন মন্ত্রী, সিএমওএইচ সহ আরো অনেকেই

গঙ্গারামপুর ২৩ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিকল্পনায় দক্ষিণ দিনাজপুর জেলায় “৩” তম আয়ুষ মেলা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ২৫জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মন্ত্রীসহ আর অনেকেই উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিকল্পনায় দক্ষিণ দিনাজপুর জেলায় “৩”তম আয়ুষ মেলা অনুষ্ঠিত হলো বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে। বৃস্পতিবার দুপুর ২টা নাগাদ রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাসের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আয়ুষ মেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আয়ুষ মেলাতে আসা অতিথিদের পুষ্পস্তবক ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ এছাড়াও আয়ুস বিভাগের জেলা আধিকারিক উপস্থিত ছিলেন। মেলা ২৩শে জানুয়ারি থেকে শুরু করে ২৫শে জানুয়ারি পর্যন্ত ৩ দিন ব্যাপি চলবে এই অনুষ্ঠান। এই মেলাকে কেন্দ্র করে সুকান্ত ভবনের সামনে স্বাস্থ্য শিবির, ইয়োগা শিবির ,আয়ুর্বেদ শিবির সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক স্টলের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথি ওষুধ ও এলোপ্যাথি ওষুধের মাধ্যমে শুদ্ধ হবার আশায় থাকে। কিন্তু হোমিওপ্যাথি ও এলোপতি ছাড়াও আয়ুর্বেদের মাধ্যমে মানুষ অসুখের হাত থেকে রক্ষা পেতে পারে।এছাড়াও ইয়োগার মাধ্যমে মানুষ সুস্থ সবল থাকা সম্ভব এই বিষয়কেই সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই জেলা ব্যাপি করা হচ্ছে আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে।
এবিষয়ে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন “বিগত” ৩” বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে হয়ে আসছে আয়ুষ মেলা।এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে এলোপতি ওষুধ ও হোমিওপ্যাথি ওষুধ ছাড়াও ইয়োগার মাধ্যমে ও আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে সাধারণ মানুষের রোগ মুক্ত করা সম্ভব। আগের যুগের মানুষরা যেভাবে আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে মানুষ সুস্থ থাকতেন এটা কি তুলে ধরা হয়েছে”।
জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানিয়েছেন,” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় তৃতীয়তম আয়ুষ মেলা অনুষ্ঠিত হয়েছে বুনিয়াদপুর সুকান্ত ভবনে। তিন দিন ব্যাপী চলবে এই মেলা। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে এই আয়ুষ-মেলার উদ্বোধন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে”। রাজ্যের মন্ত্রী ও জেলা মুখ্যস্বাস্থ্য দপ্তর ও আয়ুশ বিভাগ দ্বারা এই অনুষ্ঠান যে কয়দিন মানুষজনের উপকারে লাগবে সে বিষয়ে বলের অপেক্ষায় রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here