দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো

0
21

দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে মাড়োয়ারি উৎসব ভবনে, শ্রমিকদের স্বার্থে সবসময় কাজ করা হবে বলে জানালেন কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতারা-অনুষ্ঠানে কংগ্রেস শ্রমিক সংগঠনের ভিড় হয়েছিল ব্যাপক

গঙ্গারামপুর ২৩শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মাড়োয়ারী ভবনের দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন। সংগঠনের রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার অনুষ্ঠানের সূচনা করেন। সেখানে কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।আগামী দিনে শ্রমিকদের স্বার্থেই সংগঠন কাজ করবে বলে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের ইউনিট ছিল না। সাম্প্রতি বহুদিনের কংগ্রেস নেতা তপনের বাসিন্দা রতন সরকারকেই কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি কামরুজ্জামান কামার জেলা জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি দায়িত্ব দেন। দায়িত্ব পাবার পরে কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই নেতা রতন সরকার সংগঠন সাজাতে শুরু করেন। বৃহস্পতিবার ২৩ই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মদিনকে সামনে রেখে গঙ্গারামপুরের মাড়োয়ারি ভবনে এদিনের এই সম্মেলনের সূচনা করা হয়। সম্মান জানানো হয় বীর বিপ্লবী নেতাদের সুভাষচন্দ্র বসুর ছবিতেও। পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতেও। কংগ্রেসের রাজ্য শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি সভাপতি কামরুজ্জামান কামার বলেন,” শ্রমিকদের স্বার্থে একমাত্র কংগ্রেসের এই শ্রমিক সংগঠনিক কাজ করেছে। ২০২৬ সালেই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের পতন হবে।শ্রমিকদের স্বার্থে সব সময় কাজ করে যাবে। দক্ষিণ দিনাজপুর কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি রতন সরকার জানান,”শ্রমিকদের ভাওতা দিয়ে নয়, তাদের স্বার্থে সবসময় আমাদের সংগঠন কাজ করে যাবে। অনুষ্ঠানে কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সভাপতি রতন সরকার, গঙ্গারামপুরের টাউন কংগ্রেস নেতা নন্দন দাস, সেবা দলের নেত্রী,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এদিন জেলা কংগ্রেসের শ্রমিক সংগঠনের এদিনের অনুষ্ঠানে ব্যাপক পরিবারে শ্রমিক সংগঠনের সদস্যদের উপস্থিত হওয়ায় আগামী দিনে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের সংগঠন করতে বেগ পেতে হবে বলে মনে করছে অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here