বিদ্যুৎ বিল বকেয়া! টানা সাতদিন অন্ধকারে দক্ষিণ দিনাজপুর কংগ্রেস কার্যালয়

0
49

বিদ্যুৎ বিল বকেয়া! টানা সাতদিন অন্ধকারে দক্ষিণ দিনাজপুর কংগ্রেস কার্যালয়, চরম অস্বস্তিতে নেতৃত্বরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ জানুয়ারি— দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ে চলছে দীর্ঘ অন্ধকারের অধ্যায়। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত সাতদিন ধরে বিদ্যুৎহীন এই কার্যালয়টি। আর এই ঘটনা ঘিরে কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তুমুল অস্বস্তি ও নেতৃত্বের প্রতি ক্ষোভ।

বালুরঘাট শহরের নারায়ণপুরে অবস্থিত এই ঐতিহ্যবাহী কার্যালয়ের বিরুদ্ধে বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগ এনেছে বিদ্যুৎ দপ্তর। তাদের দাবি, বহু মাসের জমে থাকা কয়েক হাজার টাকার বিল মেটানো হয়নি। নিয়ম মেনে একাধিক নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিক্রিয়া না পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে তারা।

তবে বিদ্যুৎ দপ্তরের এই দাবি মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস নেত্রী মাধবী গুহ জানান, “বিদ্যুৎ বিলের বিষয়ে অবগত ছিলাম, কিন্তু কোনও নোটিশ আসেনি। আচমকা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এর ফলে দলের সাংগঠনিক কার্যকলাপ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা ইতিমধ্যে বিষয়টি মেটানোর চেষ্টা করছি।”

এদিকে, এনিয়ে জেলা মহিলা কংগ্রেস নেত্রী কৃষ্ণা মালী সরাসরি আক্রমণ করেছেন জেলা সভাপতিকে। তাঁর অভিযোগ, “জেলা সভাপতির দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।”

বিদ্যুৎ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ মণ্ডল স্পষ্ট জানান, “নোটিশ পাঠানো হয়েছিল। নিয়ম মেনেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ পুনঃসংযোগ করতে হলে বকেয়া বিল পরিশোধ করতেই হবে।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। রাজনৈতিক মহলেও উঠছে নানা প্রশ্ন।
তাদের মতে, বিষয়টি শুধুই একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নয়। এটি কংগ্রেস নেতৃত্বের প্রশাসনিক দক্ষতা ও দায়িত্ববোধেরও বড় পরীক্ষা। এদিকে, বিদ্যুৎহীন জেলা কার্যালয়ে কার্যক্রম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাওয়ায় কংগ্রেসের সাংগঠনিক কাজকর্মে পড়েছে ব্যাপক প্রভাব।

সাত দিনের এই অন্ধকার কংগ্রেসের সামনে শুধু বিদ্যুৎ সমস্যাই নয়, দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলারও এক নগ্ন চিত্র তুলে ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here