সীমান্ত পেরিয়ে মিষ্টি! হিলির শুন্যরেখায় প্রজাতন্ত্র দিবসের বন্ধুত্বের বার্তা বিএসএফ-বিজিবির

0
32

সীমান্ত পেরিয়ে মিষ্টি! হিলির শুন্যরেখায় প্রজাতন্ত্র দিবসের বন্ধুত্বের বার্তা বিএসএফ-বিজিবির

বালুরঘাট, ২৬ জানুয়ারী —— ৭৬তম প্রজাতন্ত্র দিবসে হিলি সীমান্তে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের এক অনন্য নজির তৈরি হলো। সীমান্তের শূন্যরেখায় বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) জওয়ানরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করেন। হৃদ্যতা ও ভ্রাতৃত্বের এই মনোরম দৃশ্য দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হয়ে রইল।

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের এই দিনটিকে একটু ভিন্নভাবে পালন করে ১২৩ বিএসএফ ব্যাটালিয়ন। তাদের উদ্যোগে আয়োজিত হয় আধুনিক অস্ত্র প্রদর্শনী। স্থানীয়দের সামনে তুলে ধরা হয় সীমান্ত রক্ষায় ব্যবহৃত উন্নত প্রযুক্তি ও সামরিক শক্তির ঝলক। এই প্রদর্শনী কেবল জনসাধারণকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি আস্থাশীল করেনি, বরং প্রজাতন্ত্র দিবসের মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে গেছে।

প্রজাতন্ত্র দিবসের এমন আন্তরিক উদযাপন ভারত-বাংলাদেশ সীমান্তে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানের গভীর বার্তাই শুধু ছড়িয়ে দেয়নি, শক্তি ও সৌহার্দ্যের এই মেলবন্ধন প্রমাণ করল দুই দেশের সীমান্ত কেবল বিভাজন নয়, বরং বন্ধুত্বের সেতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here