তপন কলেজে বাতিল হল সাংস্কৃতিক অনুষ্ঠান

0
247

তপন কলেজে বাতিল হল সাংস্কৃতিক অনুষ্ঠান,

৩০ শে জানুয়ারি ঘোষণা মত কলেজের পরীক্ষা,খুশি ছাত্রছাত্রীরা শীতল চক্রবর্তী বালুরঘাট ২৮ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।” স্টার সংবাদের খবরের জের”অবশেষে ৩০শে জানুয়ারি কলেজের অনুষ্ঠান বাতিল করে নোটিশ দিয়ে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার দিনই ধার্য রাখলো । ঘটনা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের নাথানিয়েল মুর্মু কলেজে সোমবার থেকেই শুরু হয় কলেজের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কলেজ কর্তৃপক্ষ ও উভয় পক্ষের ছাত্র নেতাদের নিয়ে আলোচনা করার পরে কলেজ অধ্যক্ষ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি সিদ্ধান্ত নেন ৩০তারিখে কলেজের প্রথম বর্ষের পরীক্ষাই হবে। কলেজের বাৎসরিক অনুষ্ঠান ছাত্র নেতাদের সাথে আলোচনা করে পরবর্তীতে দিল ধার্য করা হবে। তপন কলেজ সূত্রের খবর, বিক্ষোভের মুখে রয়েছে তৃণমূলের ছাত্র সদস্যদের দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব। বহুদিন ধরেই কলেজের ক্ষমতা ধরেছিল প্রাক্তন মন্ত্রী বাচ্চু বাচ্চু হাসদার অনুগামী ছাত্র নেতারা। তিনি দলত্যাগ করার পরে ক্ষমতার ভার কে নিবেন তা নিয়ে গৌতম দাস এবং প্রশান্ত মৃতের শিবিরের মধ্যে সংঘাত চরমে পৌঁছায়। ৩০সে জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সেইদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সোমবার। সোমবার কলেজের অধ্যক্ষ ও কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা জন্য একাধিকবার ফোন করা হলেও তারা ফোন তোলেননি। যদিও এদিন মঙ্গলবার সকালে কলেজে দু’পক্ষের ছাত্র নেতারা হাজির হতেই ক্ষমতাসীন ছাত্র নেতাদের দেখে অবশেষে পিছু হাটে প্রশান্ত মিত্র ছাত্র সংগঠনের অনুগামীরা।পরে উভয়পক্ষের ছাত্র নেতাদের পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপে কলেজের প্রিন্সিপাল ও কলেজ পরিচালন সমিতির সভাপতি অমল রায়েরা মিলে আলোচনা সিদ্ধান্ত করে সিদ্ধান্ত নেন। তপন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও অশোক প্রামাণিক ও কলেজের এক ছাত্রনেতা জানিয়েছেন,কলেজে মিটিং করে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে ৩০ জানুয়ারিতে ঘোষিত পরীক্ষা হবে। পরবর্তীতে দিন ধার্য করে কলেজের বাৎসরিক অনুষ্ঠান করা হবে আলোচনা করেই। কলেজ পরিচালন সমিতির সভাপতি অমল রায় বলেন,”সকলের সঙ্গে মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নোটিশে তা জানিয়ে দেওয়া হয়েছে”। কলেজের প্রিন্সিপাল প্রণয় নাইজেরিয়া জানিয়েছে,” আলোচনা করেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন বাতিল করা হয়েছে।৩০তারিখে কলেজের পরীক্ষা হবে। পুলিশ প্রশাসনের তরফে যেন কোন ঘটনা কলেজে না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের তরফে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিকে ৩০জানুয়ারিতেই হবে পরীক্ষা হবে কলেজ কর্তৃপক্ষের নোটিশ পেতেই খুশি হয়েছেন ছাত্রছাত্রীরা।ধন্যবাদ জানিয়েছেন স্টার সংবাদ নিউজ চ্যানেলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here