গঙ্গারামপুরের কালদিঘি পার্কের সামনে গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির উদ্যোগে হিমছায়া বিপননি কেন্দ্রের উদ্ধোধন করা হল,বিভিন্ন ধরনের জিনিস ন্যায্য মূল্যে বিক্রি করা হবে গঙ্গারামপুর ২৮ জানুয়ারি : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো অপারেটিভ মার্কেটিং সোসাইটির উদ্যোগে হিমছায়া নামক গঙ্গারামপুরের কালদিঘি পার্কের সামনে বিপননি কেন্দ্রের উদ্ধোধন করা হল। মঙ্গলবার একটি ফিতে কেটে হিমছায়া বিপননি কেন্দ্রের উদ্ধোধন করেন জেলা সমবায় আধিকারিক সরিৎ কুমার দাস, সহ আরো অনেকেই। “হিমছায়া “ক্লান্ত শরীর ও শান্ত মনকে শীতল করার একমাত্র ঠিকানা ,সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় ও গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের পরিচালনায় কালদিঘি পার্কের সামনে হিমছায়া নামে এই বিপনি কেন্দ্রটির উদ্বোধন করা হয়। ফিতে কেটে প্রকল্পের উদ্বোধন করেন জেলা সমবায় দপ্তরের আধিকারিক সরিৎ কুমার দাস। সাধারণ মানুষের ক্ষমতায়নের শ্রেষ্ঠ হাতিয়ার সমবায় এই কথাটি মাথায় রেখেই এমন একটি প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন।ন্যায্য দামে বিভিন্ন ধরনের ঠান্ডা পানিও থেকে শুরু করে যাবতীয় খাবার জিনিস বিক্রি করা হবে সেখানে। এবিষয়ে জেলা সমবায় দপ্তরে আধিকারিক সরিৎ কুমার দাস জানিয়েছেন,সমবায়ের মাধ্যমে এমন একটি দোকান পরিচালিত হওয়ায় মানুষজন যেমন ন্যায্য মূল্য জিনিসপত্র পাবে।পরিকাঠামোর পরিবর্তন করা হবে আগামীতে। গঙ্গারামপুর এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি লিমিটেডের আধিকারিক রূপম সাহা জানিয়েছেন ,”এমন একটি প্রকল্প অন্য মাত্রা দিবে।এই সমবায় সমিতি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে”। বেনফেডের ম্যানেজার জানিয়েছেন,এমন অনুষ্ঠানে এসে ভালো লাগলো। উদ্যোক্তাদের উদ্যোগ প্রশংসনীয়”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় দপ্তরের আধিকারিক সরিৎ কুমার দাস,গঙ্গারামপুর এগ্রিকালচারাল কো অপারেটিভ মার্কেটিং সোসাইটির আধিকারিক রূপম সাহা, বিনফেডের ম্যানেজার , গঙ্গারামপুর এগ্রিকালচারাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড(হিমঘরের) ম্যানেজার অধীর দেবশর্মা,সমাজসেবী আনন্দ দাস আরও অনেকেই। হিমছায়া বিপননি কেন্দ্র পানীয় জল ও প্যাকেট জাত ন্যায্যমূল্যে ক্রেতারা ক্রয় করতে পারবেন বলে জানান সমবায় কর্মকর্তারা।