তপন,৩০ জানুয়ারি : পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে রেলি করল ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার তপন থানা থেকে প্ল্যাকার্ড হাতে রেলি বের করা হয়। এরপর রেলিটি কসবা,সহ তপনের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌরঙ্গি এসে শেষ হয়। সেখানে পথ চলতি মানুষদের মধ্য সচেতনতার বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে পড়ুয়াদের হাতে লেখাপড়ার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা,ফুলবাড়ি ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস প্রমুখ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে রেলি করল ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক...