লুটের আগেই ভোজ! বালুরঘাটের রঘুনাথপুরে প্রধান শিক্ষকের বাড়িতে চোরের ‘কাজুবাদাম পার্টি’

0
236

লুটের আগেই ভোজ! বালুরঘাটের রঘুনাথপুরে প্রধান শিক্ষকের বাড়িতে চোরের ‘কাজুবাদাম পার্টি’

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ ফেব্রুয়ারী —— চুরি তো হামেশাই হয়, কিন্তু চুরি করতে এসে আরাম করে কাজুবাদাম খেয়ে যাওয়ার ঘটনা শুনেছেন? ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে! প্রধান শিক্ষক সত্যম দত্ত কুম্ভ মেলায় গিয়েছিলেন। ফিরে দেখেন, বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা শুধু লুটপাটই করেনি, দিব্যি সোফায় বসে এক কেজি কাজুবাদাম খেয়ে গেছে!

সত্যমবাবুর অভিযোগ, ছাদের দরজা ভেঙে বাড়িতে ঢোকে চোরের দল। একে একে ঘরের দরজা, আলমারি ভেঙে টিভি, প্রিন্টার, নগদ টাকা, সোনার গয়না সব নিয়ে চম্পট দেয়। তবে সবচেয়ে অবাক করা ঘটনা, তারা এতটাই নিশ্চিন্তে কাজ করেছে যে, চুরির ফাঁকে সোফায় বসে এক কেজি কাজুবাদাম সাবাড় করেছে! শুধু তাই নয়, পাশের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ও সিসিটিভির মুখ ঘুরিয়ে নিখুঁত অপারেশন চালিয়েছে।

জানা গিয়েছে, গত ২৬ জানুয়ারি স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে কুম্ভ মেলায় গিয়েছিলেন সত্যমবাবু। যেখান থেকে শুক্রবার রাতে বাড়ি ফিরে এসেই দেখতে পান চোরেদের এমন তান্ডবের ছবি। যা দেখে শুধুমাত্র সত্যমবাবু একা নন, অবাক হয়েছেন প্রতিবেশীরাও। শনিবার সকালে সত্যমবাবুর বাড়িতে চোরের দলের এমন কাণ্ড জানতে পেরে গোটা বড় রঘুনাথপুর এলাকায় তুমুল শোরগোল সৃষ্টি হয়। কেউ বলছেন, “চোরেরা শুধু চুরি করেনি, বাড়িতেই যেন ভোজসভা বসিয়েছিল!” আবার কারও মন্তব্য, “এ তো লুট নয়, যেন চুরির নাম করে বনভোজন!”

তবে ঘটনা জানবার পরেই এলাকায় গিয়ে সরজমিনে খতিয়ে দেখে এই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। তবে এলাকাবাসীর মাথায় এখন একটাই প্রশ্ন—এই ‘কাজুবাদাম চোরেরা’ আদৌ ধরা পড়বে তো? নাকি এভাবেই ‘খেয়ে-দেয়ে’ লুট চালিয়ে যাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here