তপনের সামসাবাদঘাট থেকে মাগুরপুর হয়ে জোড়মুল যাবার তিন কিলোমিটার রাস্তার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ২ কোটি টাকা বরাদ্দে কাজের সূচনা করলেন মন্ত্রী বিপ্লব,খুশি হয়েছেন সকলেই
শীতল চক্রবর্তী তপুর ৮ফেব্রুয়ারি -এলাকায় পাকা রাস্তা তৈরির দীর্ঘদিনের দাবি ছিল গ্রামবাসীদের।সেই দাবি পুরন করলেন রাজ্যের মন্ত্রী।পাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ২কোটি টাকা।দীর্ঘ দিনের দাবি পুরণ হতে চলায় খুশি এলাকার মানুষজন।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের সামসাবাদঘাট থেকে মাগুরপুর হয়ে জোড়মুল যাবার রাস্তাটির দুরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু স্বাধীনতার পরেও রাস্তাটি পাকা হয়নি বলে অভিযোগ এলাকার গ্রামবাসীদের।ফলে সামান্য বৃষ্টি হলে জল কাদায় পরিনত হয়, চরম দুর্ভোগে পড়তে হয় নওগাঁ, লক্ষীপুর,গুইডেরা,খাটিয়াপাড়া,ডাঙাপাড়া,পেঁচিপাড়ার মানুষজনদের।রাস্তাটি পাকা করার জন্য দীর্ঘ দিন ধরে
গ্রামবাসীর দাবি করে আসছিলেন।গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে প্রায় ২কোটি টাকা বরাদ্দ কারণ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব বাবু।শনিবার গ্রামের রাস্তার কাজের সূচনা জন্য সামসাবাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানে হাজির হয়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা ,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,লিপিকা রায় তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন , প্রাক্তন প্রধান আনসার আলী, সমাজসেবী সমীর রাহা, সুব্রত ধর ,কৃষ্ণ কুজুর সহ আরো অনেকেই।
এবিষয়ে রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,সামসাবাদ ঘাট থেকে মাগুরপুর হয়ে জোড়মুল যাবার যে রাস্তাটি রয়েছে। সেটি পাকা করার জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তাটি পাকা করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় ২কোটি টাকা বরাদ্দ করে। আজকে কাজের সূচনা করা হল। এতে এলাকার মানুষেয় চলাচলের সুবিধা হবে।
এলাকার গ্রামবাসী তথা প্রাক্তন প্রধান আনসার আলি জানিয়েছেন,”আমাদের এলাকার পাকা রাস্তা কাজের সূচনা হওয়ায় আমরা খুশি”।
মন্ত্রী হাত দিয়ে এমন কাজের সূচনা হওয়ায় খুশি হয়েছেন এলাকাবাসীরা।