হরিরামপুর বাসস্ট্যান্ডে রাজ্যের মন্ত্রী হাত ধরে বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে ১০০টি পরিবারের ৪০০ জন তৃণমূলে যোগদান করলো
বালুরঘাট ৮ফেব্রুয়ারি: শনিবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী হাত দিয়ে ১০০টি পরিবারের ৪০০জন বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান করে।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় যোগদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,বিশিষ্ট সমাজসেবী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সারদুল মিত্র, বিশিষ্ট আইনজীবী কথা জেলার অন্যতম তৃণমূল নেতা চিরঞ্জীব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল ,হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা দুর্গা সরেন ,বাগিচাপুর পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন ,সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”উন্নয়নের সকলের স্বাধীন হতে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে।এতে দল শক্তিশালী হবে। দলত্যাগীরা জানিয়েছেন , উন্নয়নের সামিল হতেই তৃণমূলে যোগদান করা হয়েছে।