কুমারগঞ্জ সীমান্তে নেশামুক্তির বার্তা দিয়ে ক্রিকেটের আসর! বাবাই একাদশের দুর্দান্ত জয়
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ ফেব্রুয়ারী —– সীমান্ত অঞ্চলের যুবসমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিল কৃষ্ণপুর স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব। রবিবার কুমারগঞ্জের দাউদপুরে একদিনব্যাপী উত্তেজনাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে ১৬টি শক্তিশালী দল শিরোপার জন্য লড়াই করে।
দিনভর চলা জমজমাট প্রতিযোগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় বাবাই একাদশ বনাম দক্ষিণ মেনাপুর। দক্ষিণ মেনাপুর প্রথমে ব্যাট করে মাত্র ২৫ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্যটা সহজ হলেও, ক্রিকেট অনিশ্চয়তার খেলা! তবে বাবাই একাদশের ব্যাটসম্যানরা শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে এবং মাত্র দুই ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয়!
ট্রফির সঙ্গে বাবাই একাদশকে দেওয়া হয় নগদ ৫,০০০ টাকা পুরস্কার, আর রানার্স আপ দক্ষিণ মেনাপুর পায় ৪,০০০ টাকা ও ট্রফি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উৎসবমুখর পরিবেশে।
কৃষ্ণপুর স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের সম্পাদক সাহেনশা মোল্লা বলেন,
“সীমান্ত অঞ্চলের তরুণদের আমরা নেশা থেকে দূরে রাখতে চাই। আমরা চাই তারা মাঠে আসুক, খেলুক, নিজেদের ভবিষ্যৎ গড়ুক। খেলার মাঠই হোক তাদের নতুন স্বপ্নের ঠিকানা!”
এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আয়োজকরা আশাবাদী, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে, যাতে সীমান্ত এলাকার যুবসমাজ খেলার মাধ্যমে নতুন দিশা খুঁজে পায়।