নিখিল ভারত সংগীত সমিতির জাতীয় স্তরে প্রতিযোগিতায় প্রথম বিভাগে দ্বিতীয় হল বুনিয়াদপুরের অনুষ্কা,খুশি হয়েছেন

0
33

নিখিল ভারত সংগীত সমিতির জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভারত সংগীত সমিতির জাতীয় স্তরে প্রতিযোগিতায় প্রথম বিভাগে দ্বিতীয় হল বুনিয়াদপুরের অনুষ্কা,খুশি হয়েছেন

সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ৯ ফেব্রুয়ারি:- ভারত সংগীত সমিতির জাতীয়স্তরে প্রতিযোগিতায় প্রথম বিভাগে দ্বিতীয় হল বুনিয়াদপুরের অনুষ্কা।দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দুজন প্রতিযোগী নিখিল ভারত সংগীত সমিতির জাতীয় স্তরের প্রতিযোগিতা কলকাতায় অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকার বাসিন্দা গঙ্গারামপুরের আরতি মিউজিক একাডেমিতে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন।কলকাতাতে ভারত সংগীত সমিতির জাতীয়স্তর প্রতিযোগিতায় ৩০০/৪০০জন ছাত্র ছাত্রী মালদা,আসাম,বীরভূম সহ বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।কলকাতায় আশুতোষ মেমোরিয়াল কলেজে কত্থক নৃত্যের জন্য প্রথম শ্রেনীর দ্বিতীয় পুরস্কার পান অনুষ্কা ভৌমিক বলে জানা গিয়েছে।সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় ট্রফি ,মেডেল সহ সার্টিফিকেট। পুরস্কার পাবার পরে কলকাতা থেকে ফিরে বুনিয়াদপুরে এসে এপ্রসঙ্গে অনুষ্কা ভৌমিক জানান,”আমি ছোটবেলা থেকেই নাচ ভালোবাসি।আমার পরিবারের সবাই আমাকে সমর্থন করেছেন,বিশেষ করে মা-বাবা। এত বড় মঞ্চে পুরস্কার পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। ভবিষ্যতে আমি আরও ভালো পারফর্ম করতে চাই এবং নাচের মাধ্যমে নিজের জেলাকে গর্বিত করতে চাই।”
অনুষ্কা মা চিত্রা ভৌমিক বলেন,”অনুষ্কা ছোটবেলা থেকেই নাচের প্রতি ভীষণ আগ্রহী ছিল।আমরা সবসময় ওকে সমর্থন করেছি।এত বড় মঞ্চে পুরস্কার পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।আমরা চাই ও ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করুক”।
গঙ্গারামপুর আরতি মিউজিক একাডেমির শিক্ষক মানিক চাকি জানান,”অনুষ্কা অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিভাবান ছাত্রী।ওর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে ও আরও ভালো করবে,এটাই আমাদের আশা। আমরা সবসময় ওর পাশে আছি এবং ওকে প্রশিক্ষণ দিয়ে যাবো।যাতে ও আরও বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে পারে।”
এই সাফল্যে অনুষ্কার পরিবার, শিক্ষক এবং তার এলাকার মানুষজন অত্যন্ত গর্বিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here