গঙ্গারামপুর থানার উদয়পুরে পথ দুর্ঘটনায় দুই আদিবাসী যুবকের মৃত্যু ঘটনায় শোরগোল

0
109

গঙ্গারামপুর থানার উদয়পুরে কত দুর্ঘটনায় দুই আদিবাসী যুবকের মৃত্যু ঘটনায় শোরগোল,তদন্তে পুলিশ। শীতল চক্রবর্তী বালুরঘাট:-মোটরবাইক নিয়ে দুই বন্ধু বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলীতে পরে মৃত হলো দুই আদিবাসী বন্ধুর।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রামে।ঘটনায় সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ওই দুই যুবককে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে ঘটনার তদন্ত শুরু করে গঙ্গারামপুর থানার পুলিশ।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে,মৃত দুই আদিবাসী যুবককের নাম উসুপ মার্ডি (৩৬)ও নৃপেণ বর্মন (৩৭),দুজনের বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রাম এলাকায়।
ঘটনাস্থলের এক এলাকাবাসী আক্রাম আলী জানান,”সোমবার রাত্রে ওই দুই যুবক তাদের মোটর বাইক নিয়ে নয়লাকুড়ি থেকে বাড়ি ফিরছিলেন।পথে মটোর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে পরে যায়।ভোরে গ্রামের মানুষজনেরা ওই দুই যুবককে মৃত অবস্থায় নয়নজুলিতে পরে থাকতে দেখেন ।তড়িঘড়ি খবর দেয় গঙ্গারামপুর থানার পুলিশকে।পুলিশ ওই দুই যুবককে মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসেন”।
পুরো ঘটনার তদন্তে পুলিশ। মৃতের দুই আত্মীয় জানিয়েছেন, “সোমবার রাতের পথ দুর্ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে।ওদের এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত”। গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছে, “মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে”। এমন ঘটনা এই দুই মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here