বুনিয়াদপুরে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির মন্দিরে ভয়াবহ চুরি,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ১৩ ফেব্রুয়ারি।এ যেন পুলিশের কাজে সব সময়ের সহযোগী কর্মীর বাড়ির মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো একদল চোরের দল।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পৌরসভার “৩”নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় এমন ঘটনাটি ঘটেছে।শুক্রবার সকালে বংশীহারী থানায় কর্মরত বিভাস সরকার নামে সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্তে নামে।পুরো ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। বংশীহারী থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার “৩”নম্বর পৌরসভার শেরপুর এলাকার বাসিন্দা বিভাস সরকারের বাড়িতে একটি কালী মন্দির রয়েছে।বংশীহারী থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিভাস সরকারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের গ্রিলের শাটার ভেঙে দুষ্কৃতীর চোরের দল ৪৫ /৫০ হাজার টাকার মন্দিরে কালিমাতার গায়ে পড়ানো গহনা চুরি করে ।শুক্রবার সকালে সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন এমন ছুটির ঘন্টা দেখতে পান।পরে বংশীহারী থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্তে নামে। সিভিক ভলেন্টিয়াস বিভাস সরকার স্ত্রী জানিয়েছেন,”থানায় অভিযোগ জানানো হয়েছে মন্দিরের বহু টাকার জিনিস চুরি হয়েছে”। বংশীহারী থানার আইসি অসীম গোপ বলেন,লিখিত অভিযোগ পেয়েছি।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে”।